পিবিআইর অতিরিক্ত ডিআইজির বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
শৃঙ্খলার আলো ডেস্ক: পিবিআইর অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলামের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার পিবিআই হেডকোয়ার্টার্সে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ বিদায়ী কর্মকর্তাকে বিদায়ী শুভেচ্ছা জানান পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল।
এ সময় পিবিআইর ডিআইজি (পূর্বাঞ্চল) মো. সায়েদুর রহমান, ডিআইজি (পশ্চিমাঞ্চল) মো. সুজায়েত ইসলাম, অতিরিক্ত ডিআইজি (ঢাকা বিভাগ) মো. ওয়ালিদ হোসেন এবং পিবিআই হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি বলেন, সাড়ে ৪ মাস এই স্বল্প সময়ে কাজ করতে খুবই ভালো লেগেছে। খুবই কর্মব্যস্ত একটি ইউনিট। এ সময় তিনি তার নিজের এবং পরিবারের সকলের জন্য দোয়া করেন।
বিদায়ী অতিথির উদ্দেশে পিবিআই প্রধান বলেন, বিদায়ী অতিথি অতিঃ ডিআইজি সফিজুল ইসলাম চিটাগং রেঞ্জে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি খুবই বিনয়ী এবং ভদ্র অফিসার। তিনি অতিথিকে তার চাকরি জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বদলিকৃত স্থানে সেবা প্রদান করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, পুলিশের চাকরি হলো বদলির চাকরি। এ সময় তিনি বিদায়ী অফিসার এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে ডিআইজি (পূর্বাঞ্চল) মো. সায়েদুর রহমান বলেন, চট্টগ্রাম পিবিআইর জন্য গুরুত্বপূর্ণ ও চট্টগ্রাম মেট্রো মামলার দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। সফিজুল ইসলাম খুবই সফলভাবে তার দায়িত্ব পালন করেছেন। পিবিআই থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তার পরবর্তী কর্মস্থলে দ্বায়িত্ব পালনে সহায়ক হবে। তিনি তার পরবর্তী কর্মজীবন এবং ব্যক্তি জীবনে মঙ্গল কামনা করেন।
অতিঃ ডিআইজি সফিজুল ইসলাম ২০০৫ সালে বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগাদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমি সরদায় ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বপালন করেছেন। তিনি ২০২৪ সালের অক্টোবরে পিবিআই যোগদান করেন।
বিআলো/শিলি