• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পিয়াস আফ্রিদির হাত ধরে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের যাত্রা 

     dailybangla 
    10th Sep 2025 8:50 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েবকে ঘিরে শুরু হওয়া একটি স্বপ্ন আজ পূর্ণতা পেয়েছে “সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব” নামের সংগঠনের মাধ্যমে। এই যাত্রার পেছনে রয়েছেন এক তরুণ সংগঠক—পিয়াস আফ্রিদি।

    শুরুটা ফেসবুক পরিচয়ে

    ২০১৮ সালে ফেসবুকের মাধ্যমে প্রথম পরিচয় হয় ডিএ তায়েবের সঙ্গে। তবে তার অনেক আগে থেকেই পিয়াস আফ্রিদি অভিনেতার নাটক ও টেলিফিল্ম দেখতেন। ২০১৭ সালে সোনা বন্ধু সিনেমাটি মুক্তি পাওয়ার পর হলে গিয়ে দেখেন এবং সেই মুহূর্ত থেকেই তায়েব তার অন্যতম প্রিয় নায়ক হয়ে ওঠেন। প্রিয় নায়ককে ঘিরে কিছু করার ভাবনা তখন থেকেই বুকের ভেতর লালন করতে থাকেন তিনি।

    একটি প্রস্তাব, নতুন যাত্রার সূচনা

    ২০২০ সালে ফেসবুকের কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আলাপচারিতার সময় উঠে আসে একটি বিনোদনমূলক সংগঠন করার পরিকল্পনা। তখনই পিয়াস আফ্রিদি প্রস্তাব দেন—“আমরা কেন না প্রিয় অভিনেতা ডিএ তায়েবের নামে একটি ফ্যান ক্লাব শুরু করি?” বন্ধুরা তার প্রস্তাবে একাত্মতা প্রকাশ করেন এবং সেই বছরের শেষেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব।”

    প্রতিষ্ঠাকালীন সময়ে পিয়াস আফ্রিদির পাশে ছিলেন শরিফুল ইসলাম, এপেক্স সাঈদ আহসান, অপু চৌধুরী, জাফর হোসেন শিথিল, আশিকুর রহমান, মো. ফারুক হোসেন, সোহান খান, ফজল মাহমুদ, শুভ সতুসহ আরও অনেকে। যদিও পরবর্তীতে কিছু সদস্য আলাদা হয়ে গিয়ে “সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাব” নামে আরেকটি সংগঠন গঠন করেন।

    মানবিক কাজের মাধ্যমে পরিচিতি

    শুরু থেকেই সংগঠনটি শুধু বিনোদনকেন্দ্রিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হয়ে ওঠে ফ্যান ক্লাবটির অন্যতম বৈশিষ্ট্য। প্রতিবছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায়দের জন্য ইফতারের আয়োজন, ঈদে দরিদ্রদের সহযোগিতা, নানা ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে আসছে তারা। এতে সদস্যরা যেমন নিজেরা অনুপ্রাণিত হচ্ছেন, তেমনি সমাজেও তাদের কার্যক্রম প্রশংসিত হচ্ছে।

    নেতৃত্ব ও প্রতিশ্রুতি

    টানা তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন পিয়াস আফ্রিদি। বর্তমানে তিনি সংগঠনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন—
    “সকলের দোয়া ও সহযোগিতায় ইনশাআল্লাহ আজীবন এই সংগঠনের সঙ্গে থাকবো। আমরা সবাই মিলে যতটুকু পারি মানবিক কাজ করব এবং প্রিয় নায়ক ডিএ তায়েবকে ঘিরে ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাব।”

    সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

    সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে এই ফ্যান ক্লাব। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে চায় তারা। শুধু প্রিয় নায়কের প্রতি ভালোবাসা নয়, সেই ভালোবাসাকে মানুষের কল্যাণে কাজে লাগানোই তাদের মূল লক্ষ্য।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031