পিরোজপুরে তিন সংসদীয় আসনে ১৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
পিরোজপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। তিনি প্রার্থীদের হাতে নিজ নিজ নির্বাচনী প্রতীক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট প্রার্থীরা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে দুইজন দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনসহ মোট ছয়জন এবং পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানসহ ছয়জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে তিন আসনে মোট ১৪ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আরও জানান, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পিরোজপুরে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
বিআলো/আমিনা



