পিরোজপুরে ত্রিমুখী লড়াই, আলোচনার কেন্দ্রে সাঈদীর দুই পুত্র
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনে জামায়াতের মনোনয়ন পাওয়া প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ ও শামীম সাঈদীকে এবার মুখোমুখি হতে হচ্ছে অভিজ্ঞ ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের।
পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারসহ বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী। এনসিপিসহ আরও কয়েকজন নতুন প্রার্থীও সক্রিয় প্রচারণায় ব্যস্ত।
পিরোজপুর-২ আসনে শামীম সাঈদীর প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপির মনোনীত প্রার্থী আহমদ সুমন মঞ্জু ও এনসিপির শামস ইসতিয়াক রহমানের সঙ্গে। বিএনপির অভ্যন্তরীণ মতভেদের কারণে এখানে প্রতিযোগিতা আরও জটিল হচ্ছে।
পিরোজপুর-৩ আসনেও তিন দলের প্রার্থীরা সরগরম প্রচারণা চালাচ্ছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দু বেশি পিরোজপুর-১ ও ২, যেখানে সাঈদী পরিবারের নতুন প্রার্থী হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিআলো/শিলি



