পিরোজপুর টিটিসির দুই প্রশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইন্সট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র সামনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুরের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদেশগামী কর্মীদের জন্য বাধ্যতামূলক তিনদিনের প্রি-ডিপার্চার ট্রেনিং এবং সৌদি আরবগামী কর্মীদের তাকামল (ঞধশধসড়ষ) এসেসমেন্ট পরীক্ষায় টাকার বিনিময়ে পাস ও ফেল করানোর বাণিজ্য চালিয়ে আসছেন অভিযুক্ত দুই প্রশিক্ষক। যারা ঘুষ দিতে পারেন তাদের সহজেই পরীক্ষায় উত্তীর্ণ করা হয়।
আর যারা দিতে অস্বীকৃতি জানান তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়। এতে করে অনেক যোগ্য ও দক্ষ কর্মী বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে এই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতি দেশের শ্রমবাজার ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে টিটিসি সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা, আমার নামে সব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
বিআলো/আমিনা



