পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) পঞ্চম সিন্ডিকেট সভা আজ শনিবার সকাল ১১টায় ঢাকাস্থ গেস্ট হাউজে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
সভায় সিন্ডিকেটের সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচ্য বিষয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯ কোটি ৮০ লাখ টাকার মূল বাজেট অনুমোদন করা হয়। এছাড়া, সভায় জানানো হয় যে—বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে সরকার অনুমোদিত জমিতে ফিজিবিলিটি স্টাডি প্রকল্প ইতোমধ্যে (৩০ জুন ২০২৫) অনুমোদন পেয়েছে। জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।
সিন্ডিকেট সভায় আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা।
সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাঁদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সভায় উপাচার্য ড. শহীদুল ইসলাম নবপ্রতিষ্ঠিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সিন্ডিকেট সদস্যরা এতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিআলো/তুরাগ