পিরোজপুর-১ আসনে শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন
জামাল খান,পিরোজপুর: দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ আসন পিরোজপুর-১ এ শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হয়েছিল। তবে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। জোটপ্রার্থীর শারীরিক অসুস্থতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। ওই তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী চূড়ান্ত করা হলেও পিরোজপুর-১ আসনের মনোনয়ন তখন স্থগিত রাখা হয়। সে সময় পিরোজপুর-২ আসনে আহমেদ সোহেল মঞ্জুর সুমন এবং পিরোজপুর-৩ আসনে রুহুল আমীন দুলালকে মনোনয়ন দেয় বিএনপি।
পরবর্তীতে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আরও ৯টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। সেই তালিকায় পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দেওয়া হয়। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পরিবর্তন করে এ আসনে বিএনপির প্রার্থী করা হয় অধ্যক্ষ আলমগীর হোসেনকে।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, “মোস্তফা জামাল হায়দার শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশ নিতে অপারগতা প্রকাশ করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়। জেলা থেকে প্রার্থী ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক নির্বাচনী উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”
বিআলো/ইমরান



