পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে দুই শিশু। বৃহস্পতিবার (১২ জুন) সকালে নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো—বিহাইর গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে মরিয়ম আক্তার এবং ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে সাহিদা আক্তার। উভয়ের বয়স আড়াই বছর। শিশুটি নানাবাড়ি বেড়াতে এসেছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, “দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে খেলা করতে করতে তারা পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”
তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিশুদের নিরাপত্তা নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।
বিআলো/সবুজ