পুতিনের বাসভবনে হামলার জবাবে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক ড্রোন উৎপাদন কেন্দ্র ও প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে। মন্ত্রণালয়ের ভাষায়, ভবিষ্যতে এমন হামলার কঠোর জবাব দেওয়া হবে।
লভিভের মেয়র জানিয়েছেন, হামলায় শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বিস্তারিত জানাননি। ‘ওরেশনিক’ নামের এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির প্রায় ১১ গুণ দ্রুত বলে রাশিয়ার দাবি।
রুশ কর্তৃপক্ষ আরও বলছে, এই ক্ষেপণাস্ত্র প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম এবং বর্তমান এয়ার ডিফেন্স ব্যবস্থা দিয়ে এটি প্রতিহত করা প্রায় অসম্ভব।
বিআলো/শিলি



