পুরান ঢাকায় পরিত্যক্ত ভবনে জবি ছাত্রদল নেতা খুন
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: পুরান ঢাকার এক পরিত্যক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্য সৃষ্টি করেছে এই হত্যাকাণ্ড।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়রা ভবনটির ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি শুধু জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যই নন, একই সঙ্গে জবি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছুরিকাঘাতে ওই শিক্ষার্থী মারা গেছেন। এটি তার টিউশনির বাসা ছিল। সেখানে তিনি নিয়মিত টিউশনি করতেন। তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।”
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ অথবা পূর্বপরিকল্পিতভাবে কেউ তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে।
জুবায়েদ রহমানের সহপাঠী ও সংগঠনের সহকর্মীরা জানান, তিনি সংগঠনের দায়িত্বশীল ও শান্ত স্বভাবের একজন ছাত্রনেতা ছিলেন। তার অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের একাধিক দল ঘটনার কারণ উদঘাটনে মাঠে নেমেছে। তারা নিহতের বন্ধুবান্ধব ও টিউশনির পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিআলো/তুরাগ



