পুরান ঢাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এল ইউরো ফেমাস ক্লাব
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে শনিবার (৩ জানুয়ারি) ইউরো ফেমাস ক্লাবের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায় ৫০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিক, তরুণ সংগঠক ও ব্যবসায়ী মোঃ রাহাত মিতু, পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তরুণ সংগঠক মোঃ রাহাত মিতু সাংবাদিকদের জানান, “আমরা ইউরো ফেমাস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সাধ্য অনুযায়ী সবসময় শীতার্ত ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগী করে আসছি। আমাদের লক্ষ্য মানবিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখা এবং সমাজের দুর্বল শ্রেণির পাশে থাকা।”
তিনি আরও বলেন, “ইউরো ফেমাস ক্লাব নিয়মিতভাবে মানুষের মাঝে ঈদ সামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রতিবেদনে জানা গেছে, কম্বল বিতরণের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে সংলাপ ও পরামর্শের মাধ্যমে তাদের জীবনের সমস্যাগুলোতে সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুরান ঢাকার যুবসমাজ শীতার্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হচ্ছে, যা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে মানবিক চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিআলো/তুরাগ



