পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে প্রাণবন্ত ফল উৎসব
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে একটি আনন্দঘন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) মতিঝিলে দৈনিক নওরোজ কার্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাফরুল আলম, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই, প্রচার সম্পাদক শরিফুল হক পাভেল, সৈয়দ মাহবুব কুতুব, সদস্য আরমান হোসেন, বাবর কবিরসহ আরও অনেকে।
স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উৎসবে অংশ নেন। দেশীয় ফল যেমন কাঁঠাল, আম, পেয়ারা, আনারস, ড্রাগন ফল, খেজুর, কলাসহ নানা ধরনের ফল প্রদর্শন ও পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
সংগঠনের সভাপতি জাফরুল আলম বলেন, “ফল উৎসবের মতো আয়োজন আমাদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়। আমরা চাই, এমন উদ্যোগ নিয়মিত হোক।”
সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন বলেন, “সুস্বাদু ও দেশীয় ফলের সমাহার আজকের আয়োজনকে করেছে সত্যিই মনোমুগ্ধকর।”
আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাক জানান, “ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
বিআলো/তুরাগ