পুরোনো বিতর্ক ভুলে আবার একসঙ্গে দেব ও শুভশ্রী
বিনোদন ডেস্ক: দীর্ঘ সময়ের দূরত্ব আর গুঞ্জনের পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি।
‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই দেব ও শুভশ্রীকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়ে চলছিল নানা আলোচনা। সামাজিক মাধ্যমে দূরত্ব, মন্তব্য ঘিরে বিতর্ক এবং ফ্যানদের বাকবিতণ্ডা সেই জল্পনাকে আরও উসকে দেয়। তবে সব কিছুর ইতি টানতে ২০২৬ সালে নতুন সিনেমায় জুটি বাঁধছেন এই দুই তারকা।
চলতি বছরের বড়দিনে দেব ও শুভশ্রীর আলাদা দুটি সিনেমা মুক্তি পেলেও প্রেক্ষাগৃহ বণ্টন নিয়ে বিতর্ক তৈরি হয়। সেসব পেরিয়েই জানা গেছে, আগামী পূজায় মুক্তির লক্ষ্য নিয়ে নতুন একটি প্রেমের সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে, যেখানে মুখ্য চরিত্রে থাকবেন দেব ও শুভশ্রী।
‘ধূমকেতু’র প্রচারের সময় তাদের একসঙ্গে নাচ, সামাজিক মাধ্যমে পুনরায় সংযোগ এবং মন্দিরে পূজা দেওয়ার ঘটনাগুলো দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছিল। তবে সিনেমা মুক্তির পর আবার তৈরি হয় দূরত্ব। সেই অধ্যায় পেছনে ফেলে এবার নতুনভাবে শুরু করতে যাচ্ছেন তারা।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট। পরিচালকের নাম এখনো চূড়ান্ত না হলেও শিগগিরই সিনেমা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবেন তারকারা নিজেই।
বিআলো/শিলি



