• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পুলিশ সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে : বিএমপি কমিশনার মো.শফিকুল ইসলাম  

     dailybangla 
    30th Aug 2025 7:25 pm  |  অনলাইন সংস্করণ

    বরিশাল ব্যুরো:বরিশালে পুলিশ কমিশনার কাপ ও বিভাগীয় আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম। পুলিশ ও জনগণের পারস্পরিক মেলবন্ধনকে সুদৃঢ় করা, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিএমপি কমিশনারের সার্বিক দিক-নির্দেশনা এবং ডিসি (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত পুলিশ কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ ইউনিট ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৪০টি দল পাঁচটি গ্রুপে অংশ নিচ্ছে। এছাড়া বরিশাল বিভাগীয় আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের ১০টি দল।

    উদ্বোধনী দিনে পুলিশ কমিশনার কাপ ফুটবলের প্রথম রাউন্ডে মুখোমুখি হয় বাটাজোর ফুটবল ক্লাব ও মোস্তফা ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্রয়ের পর ট্রাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় মোস্তফা ফুটবল একাডেমি। অন্যদিকে বিকেল ৫টায় অনুষ্ঠিত বিভাগীয় আন্ত: পুলিশ ইউনিট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভোলা জেলার বিপক্ষে মাঠে নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশ দল। ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য বজায় রেখে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা। অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আবুল কালাম আজাদসহ বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031