পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫০ জন গ্রেফতার
dailybangla
03rd Sep 2025 3:40 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে ৮৯১ জনই বিভিন্ন মামলা ও পরোয়ানার তালিকাভুক্ত আসামি। এছাড়াও, অন্যান্য অপরাধে জড়িত থাকার কারণে আরও ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি পুরোনো রিভলবার, চারটি ম্যাগজিন এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিআলো/এফএইচএস