• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পুলিশের শীর্ষ কর্মকর্তারা বদলি-পদোন্নতিতে ব্যস্ত 

     dailybangla 
    28th Sep 2024 11:33 pm  |  অনলাইন সংস্করণ

    কামাল চৌধুরী: রাজধানীসহ দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। বৃদ্ধি পেয়েছে খুন, ছিনতাই, রাহাজানি, দখলবাজি, লুটপাট, ডাকাতি, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়সহ নানামুখী অপরাধ অপকর্ম। খুনের শিকার হচ্ছেন সেনাবাহি- নীর কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ। পাড়া মহল্লায় এবং অলি-গলিতে কিশোর গ্যাং-এর অপতৎপরতার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে নতুন মুখের নানান অপরাধী।

    ওরা ইচ্ছে মতো যারে তারে আওয়ামী লীগের নেতাকর্মীরা বানিয়ে করেছে নাজেহাল। লুটেপুটে নিচ্ছে সর্বত্র। ওরা নিজেদের পরিচয় দিচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাবেক বা বর্তমান নেতাকর্মী বলে। রাস্তায় আগের মতো পুলিশের নেই কোনো উপস্থিত। যারাও আছে তাদের নেই কোনো তৎপরতা। পুলিশের টহল-তল্লাশীও চোখে না পড়ার মতো। মাঝে মধ্যে সেনাবাহিনীর ২/৩টি গাড়ি চলাচল করলেও নেই চোখে পড়ার মতো কার্যক্রম। মহল্লার অলিগলিতে তো কখনোই প্রবেশ করছে না সেনাবাহিনীর দল। এতে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা হচ্ছে না পূরণ। পাশাপাশি পুলিশও না থাকায় অপরাধী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পেয়েই চলেছে। থানায় সাধারণ ডায়েরী ও মামলা করা গেলেও বেশির ভাগ ঘটনায় আসামি গ্রেপ্তার হচ্ছে না। পুলিশকে কাজে ফেরানোর তেমন উদ্যোগও দেখা যাচ্ছে না।

    গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প প্রায় দেড় মাসের অধিক সময় অতিক্রম করলেও থানা পুলিশের কার্যক্রম পুরোদমে চালু হয়নি। বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অধীন রয়েছে থানার সংখ্যা ৫০টি। রয়েছে শতাধিক পুলিশ ফাঁড়ি।

    ডিএমপির একাধিক সূত্র জানায়, গত ৫ ও। ৬ আগস্ট ২১ খানাসহ পুলিশের ২১৬ ২১ স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে যায় ১৩টি থানা। পুড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে পুলিশের বেশ কিছু টহল গাড়িও। থানা ভবনগুলোর মেরামতের কাজ চলছে। যাত্রাবাড়ী, ভাটারা, মিরপুর মডেল খানার ভবনগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তিন থানার কাজ চলছে অন্য জায়গায় অস্থায়ী কার্যালয়ে।

    আওয়ামী লীগ সরকার পতনের পর আইজিপি এবং ডিএমপির কমিশনারসহ শীর্ষ স্থানীয় সব পদে নতুন নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে এবং হচ্ছে। আইজিপিসহ অনেক শীর্ষ কর্মকর্তাকে ফোর্স রিটায়ার্ডমেন্টে পাটানো হয়েছে যা রয়েছে চলমান। এক পর্যায়ে পুলিশ বাহিনীর মাঠ পর্যায়ে থেকে সর্বোঞ্জ পর্যায়ে দক্ষ-কর্মট এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তার অভাব অতীতের যে কোনো সময়ের বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। ডিএমপিসহ সকল মেট্রোপলিটন এবং জেলা পর্যায়ের থানার ওসি থেকে কনস্টেবল পর্যায়ে পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে। এদিয়ে ডিএমপির কনস্টেবল থেকে ডিআইজি পর্যন্ত ২৬ পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি।

    ডিএমপির একধিক সূত্র আরো জানায়, পুলিশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ডিএমপিতে আওয়ামী লীগ সরকারের সময়ে পদায়ন পাওয়া কোনো পুলিশ সদস্যদের রাখা হবে না। ডিএমপির কর্মকর্তারা বলেন, পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ইউনিট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখানে কাজ করতেন প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য। ডিএমপিতে সবচেয়ে দক্ষ কর্মকর্তা ও সদস্যদের পদায়ন করা হয়। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দক্ষতার বদলে দলীয় ও আঞ্চলিক আনুগত্য, শিক্ষাজীবনে ছাত্রলীগ করা এবং বৃহত্তর গোপালগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহসহ কিশোরগঞ্জের কর্মকর্তা ও সদস্যদের পদায়ন করা হয়েছিল।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ডিএমপির বড় বড় পদে পরিবর্তন এসেছে। যদিও ডিএমপির কমিশনার কিশোরগঞ্জেরই সন্তান।

    ডিএমপির সূত্র জানায়, ওসি হিসেবে কাজের অভিজ্ঞতা নেই এমন কিছু কর্মকর্তাদের ডিএমপির খানাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বড় কোনো আন্দোলন, জমায়েত মোকাবিলায় তারা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবেন, সে বিষয়ে অবশ্য প্রশ্ন রয়েছে।

    ডিএমপির একাধিক কর্মকর্তা বাংলাদেশের আলোকে বলেন, অস্থায়ী কার্যালয়ে বসে মামলাও ও জিডি নেওয়া যায়, কিন্তু গাড়ি না। থাকলে পুলিশ তাদের দৈনন্দিন রোটিন ওয়ার্ক করবে কীভাবে? রাস্তায় পুলিশের উপস্থিতি যত দিন না বাড়বে, ততদিন পুলিশি ব্যবস্থা স্বাভাবিক হবে না।

    পুলিশ কর্মকর্তাদের অভিযোগ, এক শ্রেণির কর্মকর্তাগণ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জনস্বার্থে সক্রিয় করার চেয়ে বাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তাগণও বেশি ব্যস্ত হয়ে পড়েছেন বদলি বা পদোন্নতি নিয়ে। তাই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক হতে সময় লাগবে। পর্যবেক্ষক মহলের। অভিমত, এসব সার্বিক বিষয় নিয়ে জনস্বার্থে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি রক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি দেওয়া জরুরি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930