পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা, টিউলিপসহ ১৭ আসামির রায় আজ
নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত জানুয়ারিতে মামলাটি করে। মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অভিযোগপত্রে দুদক জানায়, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে এমপি হিসেবে প্রভাব ব্যবহার করে মা শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নামে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। যদিও এই মামলায় শুধুমাত্র রেহানার প্লট বরাদ্দের বিষয়টি অন্তর্ভুক্ত, অন্য দুইজনকে আলাদা মামলায় আসামি করা হয়েছে।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও রাজউকের সাবেক চার সদস্য। আসামিদের মধ্যে রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম একমাত্র কারাগারে আছেন।
এর আগে গত বৃহস্পতিবার একই প্রকল্প সংশ্লিষ্ট তিনটি মামলায় রায় ঘোষণা করা হয়।
সেখানে শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পৃথক দুটি মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর চলমান তদন্তে শেখ হাসিনার পরিবারের আরও সদস্যদের নাম আসে। দুর্নীতির অভিযোগে চাপের মুখে টিউলিপ সিদ্দিক গত ১৪ জানুয়ারি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন।
বিআলো/শিলি



