• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা 

     dailybangla 
    03rd Jan 2026 2:53 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে বড় পণ্য প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৩০তম আসরের উদ্বোধন হয়েছে। শনিবার পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৪ নম্বর সেক্টরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা মেলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এবারের মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

    বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

    এর আগে ১ জানুয়ারি মেলার উদ্বোধনের দিন নির্ধারিত থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক ঘোষণার কারণে তা পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়।

    এবারের মেলায় বাংলাদেশসহ মোট সাতটি দেশের ১১টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দেশীয় উৎপাদক ও ব্যবসায়ীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন। মেলায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। দর্শনার্থীদের জন্য পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

    যাতায়াত সুবিধার জন্য কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন বিআরটিসির দুই শতাধিক শাটল বাস চলাচল করবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031