• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে তীব্র সৌরঝড়, দেখা মিলছে অরোরার 

     dailybangla 
    14th Nov 2025 5:25 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: সূর্য থেকে নির্গত ধারাবাহিক করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) চলতি সপ্তাহে পৃথিবীতে তীব্র ভূ-চৌম্বকীয় ঝড় সৃষ্টি করতে পারে- এতে যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটলেও যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের আকাশে দেখা মিলছে মনোমুগ্ধকর অরোরা।

    সূর্যের পৃষ্ঠে সৃষ্ট শক্তিশালী বিস্ফোরণ- করোনাল ম্যাস ইজেকশন (সিএমই)- পৃথিবীর দিকে ধেয়ে আসায় বিজ্ঞানীরা সতর্কতা জারি করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এই ঘটনাকে জি- ৪ মাত্রার তীব্র জিওম্যাগনেটিক স্টর্ম হিসেবে ঘোষণা করেছে।

    গত কয়েক দিনে অন্তত তিনটি সিএমই পৃথিবীতে আঘাত হেনেছে বা হানার পথে রয়েছে। এর প্রভাবে আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলে রেডিও ব্ল্যাকআউট দেখা গেছে। তৃতীয় ও সবচেয়ে দ্রুতগতির ঝড়টি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

    সৌরঝড়ের ফলে চার্জযুক্ত কণাগুলো পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষ করে অরোরার সৃষ্টি করে। এই আলো উত্তর গোলার্ধে ‘অরোরা বোরিয়ালিস’ এবং দক্ষিণে ‘অরোরা অস্ট্রালিস’ নামে পরিচিত। বর্তমানে সূর্য ১১ বছরের সক্রিয় চক্রের সর্বোচ্চ পর্যায়ে থাকায় অরোরা দেখা যাওয়ার হার বেড়েছে।

    যুক্তরাষ্ট্রের ইলিনয়, কলোরাডো, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ বিভিন্ন রাজ্য, আর কানাডার মন্ট্রিয়াল ও ভ্যানকুভার অঞ্চলে অরোরা দেখা গেছে। মানুষের জন্য ঝড় সরাসরি ক্ষতিকর না হলেও জিপিএস, রেডিও যোগাযোগ এবং স্যাটেলাইট সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

    ইতিহাসে সবচেয়ে বড় সৌরঝড়টি হয়েছিল ১৮৫৯ সালে- যা ইউরোপ ও উত্তর আমেরিকার টেলিগ্রাফ লাইনে অগ্নিকাণ্ড ঘটিয়েছিল বলে জানা যায়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031