পেনাল্টি মিস দেম্বেলের, তবু শিরোপা পিএসজির
dailybangla
18th Dec 2025 6:14 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের মাত্র ২৪ ঘণ্টার মাথায় ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পেনাল্টি মিস করেন উসমান দেম্বেলে। তবে তার ভুল সত্ত্বেও শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় পিএসজি।
ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। পিএসজির হয়ে প্রথম গোল করেন খভিচা কাভারাৎশখেলিয়া। পরে পেনাল্টি থেকে সমতা ফেরান জর্জিনিও।
পেনাল্টি শ্যুটআউটে দেম্বেলে সুযোগ পেয়েও বল পাঠান ক্রসবারের ওপর দিয়ে। তবে গোলরক্ষক মাতভেই সাফোনোভ অসাধারণ পারফরম্যান্সে চারটি পেনাল্টি ঠেকিয়ে পিএসজিকে তাদের প্রথম বৈশ্বিক শিরোপা এনে দেন।
বিআলো/শিলি



