পেরুতে ভয়াবহ ভূমিধস: নৌকা ডুবে ১২ যাত্রী নিহত
dailybangla
02nd Dec 2025 1:43 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: পেরুর মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিধসের পর ইপারিয়া নদীতে নোঙর করা দুটি নৌকা ডুবে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন, আর উদ্ধারকারীরা বলছে, অন্তত ৪০-৫০ জন এখনো নিখোঁজ।
পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, উকায়ালি প্রদেশের আমাজন জঙ্গলঘেরা ইপারিয়া বন্দরে আকস্মিক ভূমিধসে নৌকাগুলো তলিয়ে যায়। তবে ডুবে যাওয়া নৌকাগুলোতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া জানান, এ পর্যন্ত নয়টি মরদেহ উদ্ধার এবং ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে সম্প্রচারিত টিভি ফুটেজে দেখা যায়, ভাসমান মালামালের পেছনে ছুটছে আতঙ্কগ্রস্ত মানুষজন।
বিআলো/শিলি



