পোস্টাল ভোটের জন্য নিবন্ধন ছাড়ালো ৮ লাখ ৪৮ হাজার
dailybangla
29th Dec 2025 1:49 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৮ লাখ ৪৮ হাজার ৫০০ জন নিবন্ধন করেছেন।
নিবন্ধন ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। নিবন্ধনকারীদের ঠিকানায় ভোটপত্র পাঠানো হবে এবং ভোট দেওয়ার পর তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে।
নিবন্ধনের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, সৌদি আরব, বাংলাদেশসহ আরও বিভিন্ন দেশ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
বিআলো/শিলি



