প্রকল্প পরিচালক নিয়োগ হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: কৃষি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রকল্প পরিচালক নিয়োগে যেকোনো ধরণের তদবিরকে ‘অযোগ্যতার পরিচায়ক’ উল্লেখ করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেতে হলে যোগ্যতা, দক্ষতা ও সততা থাকতে হবে। তদবির নয়, মেধা ও কার্যকারিতাই হবে একমাত্র বিবেচ্য।
মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, কৃষি জমি রক্ষা ও পরিবেশবান্ধব চাষাবাদের জন্য যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলোর সফল বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
তিনি প্রকল্প পরিচালকদের উদ্দেশে বলেন, টপ সয়েল যেন নষ্ট না হয়, সারের ব্যবহার যেন কমিয়ে আনা যায়, কৃষি জমিতে অপ্রয়োজনীয় স্থাপনা নির্মাণ না হয়, কেনাকাটায় স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়া নিশ্চিত করা হয়। সভায় কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান সভাপতিত্ব করেন।
উপদেষ্টা জানান, সদ্য সমাপ্ত প্রকল্পগুলোর মাধ্যমে কৃষক কতটা উপকৃত হবেন, তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তিনি বলেন, জুনে শেষ হওয়া প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি খাল খনন, বৃষ্টির পানি ধরে রাখা, মৌসুমি সবজি ও পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো প্রযুক্তিনির্ভর সংরক্ষণাগার ও মিনি কোল্ড স্টোরেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বীজ আলুর জন্য পৃথক কোল্ড স্টোরেজ নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা চাল ও অন্যান্য কৃষিপণ্যের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, অভ্যন্তরীণ উৎপাদন ভালো, চাল আমদানিও হয়েছে। কিন্তু বাজারে এখনো দাম কিছুটা চড়া। সরকার নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছে। গণমাধ্যমের সহযোগিতা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, দুর্নীতির লাগাম হয়তো পুরোপুরি টানা যায়নি, তবে সরকারের অবস্থান কঠোর। কেউই ছাড় পাবে না।
বিআলো/এফএইচএস