প্রকাশ পেলো শেখ আলমাছের লেখা গান ‘তুমি নেই বলে’
নিজস্ব প্রতিবেদক: বাংলা মৌলিক গানের ভাণ্ডারে যুক্ত হলো নতুন এক আবেগঘন সৃষ্টি—‘তুমি নেই বলে’। গীতিকার শেখ আলমাছের কথায়, সুর ও সংগীতায়োজনে হৃষীকেশ রকি এবং কণ্ঠে ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত শিল্পী সজল—সব মিলিয়ে গানটি ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার জনপ্রিয় ইউটিউব চ্যানেল সুরবিন্দু মিউজিক-এ লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়। প্রকাশের পরপরই গভীর অনুভূতির কথামালা ও হৃদয়ছোঁয়া সুরের কারণে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ‘তুমি নেই বলে’।
গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে কণ্ঠশিল্পী সজল বলেন, “গানটির কথা ও সুর দুটোই ভীষণ সুন্দর। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা গানটি মন দিয়ে উপভোগ করবেন।”
গীতিকার শেখ আলমাছ বলেন, “‘তুমি নেই বলে’ আমার লেখা গানগুলোর মধ্যে অন্যতম একটি প্রিয় গান। হৃষীকেশ রকি দাদা অত্যন্ত যত্ন সহকারে এর সুর ও সংগীতায়োজন করেছেন। সব মিলিয়ে গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। বাকিটা দর্শক-শ্রোতারাই বলবেন। আমি আগামীতেও ভালো ভালো গান করে যেতে চাই। জয় হোক বাংলা গানের।”
সংগীত পরিচালক হৃষীকেশ রকি গানটি সম্পর্কে বলেন,
“গানটির কথামালা অসাধারণ। আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়ার। আশা করছি ‘তুমি নেই বলে’ গানটি সবার ভালোবাসা কুড়াবে।”
আবেগ, ভালোবাসা আর বিচ্ছেদের অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত এই গানটি সমসাময়িক বাংলা মৌলিক গানের ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিআলো/তুরাগ



