প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: ত্রিপুরা সীমান্তঘেরা কুমিল্লার গলিয়ারা ইউনিয়নের কনেশতোলা গ্রামে এক প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে স্মরণ করে এ আয়োজন করে গলিয়ারা ইউনিয়ন বিএনপি।
শনিবার বিকেলে স্থানীয় এস কে স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামে মিরপুর সোনালী অতীত ক্লাব। দলে ছিলেন দেশের ফুটবলের স্বর্ণালী সময়ের তারকা আমিনুল হক, আলফাজ আহমেদ, জাহেদ পারভেজ চৌধুরীসহ একাধিক সাবেক জাতীয় খেলোয়াড়।
ম্যাচের শুরুতে এস কে স্পোর্টিং এগিয়ে যায় ১-০ গোলে। তবে এর পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিরপুর সোনালী অতীত ক্লাব। সাবেক তারকা ফরোয়ার্ড আলফাজ আহমেদ তার জোড়া গোলে দলকে ফিরিয়ে আনেন খেলায়। এখনও তার পায়ে রয়েছে সেই ক্ষিপ্রতা আর গোল করার নেশা। ডান প্রান্তে দুর্দান্ত খেলেন আরেক তারকা জাহেদ পারভেজ চৌধুরী, তার পা থেকেই আসে দলের চতুর্থ গোল।
খেলা শেষে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন,
“ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে এবং মাদকমুক্ত প্রজন্ম তৈরির জন্য বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে নীতিনির্ধারণী কাজ করছে। দেশের প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট করে নতুন কুঁড়ি কার্যক্রম চালু করা হবে। প্রতিভাবানদের রাষ্ট্রীয় দায়িত্বে আনা হবে। আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই, যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে।”
তিনি আরও বলেন, যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় এনে নতুন এক প্রজন্ম তৈরি করতে চাই। ক্রীড়া ও কর্মসংস্থান—এই দুই দিক দিয়েই বিএনপি তরুণদের এগিয়ে নিতে কাজ করছে।
বিআলো/তুরাগ