• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন: শারমীন এস মুরশিদ 

     dailybangla 
    04th Dec 2025 11:32 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে সমগ্র সমাজকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। সঠিক শিক্ষা, সেবা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব।”

    ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ।

    উপদেষ্টা বলেন, এ বছরের প্রতিপাদ্য, ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’, বর্তমান বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি উল্লেখ করেন, “কাউকে পেছনে ফেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে মানসিকতার পরিবর্তন জরুরি।”

    তিনি জানান, সমাজসেবা অধিদপ্তর এখন পর্যন্ত ৩৮ লাখ ৩৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে ১২টি ক্যাটাগরিতে চিহ্নিত করে কেন্দ্রীয় ডাটাবেজে অন্তর্ভুক্ত করেছে এবং তাদের মাঝে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ বিতরণ চলছে। চলতি অর্থবছরে ৩৪ লাখ ৫১ হাজার প্রতিবন্ধী ব্যক্তি মাসিক ভাতা পাচ্ছেন এবং ৮১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

    শারমীন এস মুরশিদ বলেন, থেরাপি, শিক্ষা, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বেসরকারি সংস্থা ও সাধারণ জনগণকে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ তৈরিতে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

    অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ২০ জন প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক, কেয়ারগিভার ও প্রতিষ্ঠানকে সম্মাননা হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    ৩–৫ ডিসেম্বর পর্যন্ত ফাউন্ডেশন ক্যাম্পাসে তিন দিনব্যাপী ‘প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা’ অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিবন্ধীদের তৈরি পণ্যের ৩২টি স্টল প্রদর্শিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031