প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে প্রতিভা বিকাশের আহ্বান: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিযোগিতা নয়—খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা ও মেধাকে বিকশিত করতেই শিশু-কিশোররা এখানে এসেছে। তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম।
তিনি আজ রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সমাজসেবা অধিদপ্তরাধীন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘প্রতিবন্ধী’ শব্দটির কোনো অর্থ আমার কাছে নেই। আমি প্রত্যেক মানুষকে সম্ভাবনাময় ও প্রতিভাবান হিসেবে দেখি। বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয়—সবাই কোনো না কোনো দিক থেকে মেধাবী ও সক্ষম। তিনি সমাজে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে সম্ভাবনাভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস।
উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হলো সমাজের শিশু, নারী, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং এমন একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করা, যেখানে তারা নিজেদের ভেতরে থাকা সুপ্ত মেধা ও সক্ষমতাকে বিকশিত করতে পারে।
তিনি আরও বলেন, আমরা এখানে হার-জিতের জন্য আসিনি—আমরা সবাই খেলতে এসেছি। হার-জিত শেখার একটি অংশ মাত্র। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক শক্তি গড়ে ওঠে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্বব্যাপী প্রতিবন্ধীদের জন্য বিশেষ ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজনের উদাহরণ টেনে তিনি জানান, বাংলাদেশও সেই পথেই এগিয়ে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে দেশে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, যেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলাধুলা, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা থাকবে।
শিশুদের প্রতিভা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করে উপদেষ্টা বলেন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ধৈর্য, মানবতা ও ভালোবাসার সমন্বয় অপরিহার্য।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে বিজয়ী আখ্যা দিয়ে শারমীন এস মুরশিদ বলেন, এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মকে পরিকল্পিতভাবে গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়কে যত্ন, সেবা, জ্ঞান, বিবেক ও ভালোবাসার মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন সমাজের কল্যাণের প্রতীক হিসেবে এ মন্ত্রণালয় বিবেচিত হয়।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা শিশুদের পরিবেশিত দেশীয় সংস্কৃতিনির্ভর ডিসপ্লে উপভোগ করেন এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিআলো/তুরাগ



