প্রতীক বরাদ্দ পেলেন জামায়াত মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার
নাজমুল হোসেন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়ে মো. আতাউর রহমান সরকার বলেন, কসবা-আখাউড়াবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি পরিবর্তনের পক্ষে রায় দিন। ন্যায়, ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়তে আপনার মূল্যবান ভোট দিন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং দেশকে একটি ন্যায়ভিত্তিক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে তিনি কাজ করতে চান। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিমের সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কাজী সিরাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আমীর ইকবাল হোসেন ভুইয়া, সাবেক কসবা উপজেলা আমীর দ্বীন ইসলাম ভুইয়া, কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ, কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার এবং আখাউড়া উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা আশরাফ মাহদী, মো. আতাউল্লাহ, মাওলানা আমজাদ হোসেন আশরাফীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা এবং আখাউড়া উপজেলা সভাপতি শেখ আসিফসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গতি পেল। নেতারা জানান, আগামী দিনে গণসংযোগ, জনসভা ও প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।
বিআলো/আমিনা



