• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রবাসি সাংবাদিকদের তীব্র প্রতিবাদ 

     dailybangla 
    29th Dec 2025 4:17 pm  |  অনলাইন সংস্করণ

    সোচ্চার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA)

    অর্ক হাসান, অস্ট্রেলিয়া: বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে পরিকল্পিত হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রবাসি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA)।

    সংগঠনটি এ ঘটনাকে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে একটি “কালো দিন” হিসেবে অভিহিত করে বলেছে, এ ধরনের সন্ত্রাসী হামলা গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের জীবননিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

    এ উপলক্ষে ২১ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্তোরাঁর হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য আকিদুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এস এম দিদার হোসেন, বেলাল হোসেন ঢালী, মোস্তাফিজুর রহমান মঞ্জু, হাজী মোঃ দেলওয়ার হোসেন, এহতেশামুল মুজিব মৃদুল, আতাউর রহমান, অর্ক হাসান, দিলারা জাহান, মোঃ রেজাউল করিম, শরিফুল ইসলাম স্বপন, শাকিল সিকদার, সামসুল আরেফিন রিয়াদসহ আরও অনেকে।

    বক্তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, আগুন ধরিয়ে দেওয়া, অফিস ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জাম লুটপাট এবং মাঠপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে—দেশজুড়ে ভয়ভীতি সৃষ্টি করে সাংবাদিকতা দমন করার একটি সংঘবদ্ধ অপচেষ্টা চলছে। একইসঙ্গে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলার মতো ঘটনাগুলো প্রমাণ করে, এ আক্রমণ কেবল গণমাধ্যমে সীমাবদ্ধ নয়; এটি মুক্তচিন্তা, সংস্কৃতি ও প্রগতিশীল চর্চার বিরুদ্ধেও পরিচালিত।

    সভায় বক্তারা অভিযোগ করে বলেন, হামলার সময় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা গভীরভাবে প্রশ্নবিদ্ধ। তাঁদের মতে, রাষ্ট্র কি ধীরে ধীরে সন্ত্রাসী শক্তির নীরব পৃষ্ঠপোষকে পরিণত হচ্ছে—এই প্রশ্ন এখন জনমনে জোরালোভাবে উঠছে। দেশে ক্রমবর্ধমান সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সাংবাদিকদের টার্গেট করে হামলা জঙ্গিবাদী রূপান্তরের অশনিসংকেত বহন করছে।

    বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। অথচ গণআন্দোলনের যোদ্ধা হাদি-র নৃশংস হত্যাকাণ্ড এবং প্রথম আলো–ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে প্রকাশ্য হামলা প্রমাণ করে—রাষ্ট্র তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হচ্ছে।

    প্রতিবাদ সভা থেকে অবিলম্বে হাদি হত্যাকাণ্ডসহ গণমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও সাংবাদিক হত্যাচেষ্টার ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

    সভা শেষে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন দেশ-বিদেশের সকল বিবেকবান মানুষ, সাংবাদিক সমাজ ও মানবাধিকারকর্মীদের প্রতি গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জোরালো আহ্বান জানায়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031