প্রথম দিনেই ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর গণসংযোগ শুরু
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। প্রথম দিনের প্রচারণায় তিনি দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে অংশ নেন।
নির্বাচনী পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সকাল ১১টা থেকে তিনি মুন্সি বাড়ির দরজা, তালতলা, এতিমখানা বাজার, দুধমুখা বাজার, দেওয়ান শাহ মাজার জিয়ারত, মিদ্দার হাট, বরইয়া বাজার ও করমূল্যাপুর এলাকা ঘুরে গণসংযোগ করেন। এ সময় তিনি দাগনভূঞা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাপরের জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে বিকাল থেকে ফাজিলের ঘাট বাজার, তালতলি বাজার, পুলারহাট বাজার, বাগড়ুরি বাজার, নতুন বাজার ও মকবুলের ট্যাকে গণসংযোগ চালিয়ে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন।
নির্বাচনী গণসংযোগ ও পথসভায় আবদুল আউয়াল মিন্টু নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বলেন,
“কিছু লোক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে হবে। ভোটারদের ব্যক্তিগত তথ্য কারো কাছে দেওয়া যাবে না। ভোটাধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ধানের শীষ জনগণের আশা-ভরসার প্রতীক।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন আকবর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সারাদিনব্যাপী এই প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দৃঢ় অবস্থানে রয়েছেন।
বিআলো/ইমরান



