প্রবাল দ্বীপে কোস্ট গার্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
পরিবেশ সচেতনতায় এগিয়ে কোস্ট গার্ড: সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় কোস্ট গার্ড জাহাজ ‘তাজউদ্দিন’। এতে অংশ নেন কোস্ট গার্ড সদস্য, সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ।
বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, “প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সচেষ্ট। এরই অংশ হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার্থে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
বিআলো/তুরাগ