প্রবাসীদের ‘পোস্টাল ভোট’ নিবন্ধনের সময়সীমা বাড়ল
বিআলো ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের সময় আরও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এখন ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের সময় সঠিক, পূর্ণাঙ্গ এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ঠিকানা দিতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, কারণ ঠিকানায় ভুল থাকলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।
ইসির সর্বশেষ আপডেট অনুযায়ী, অ্যাপ চালুর পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৩৮ হাজারের বেশি এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৯ হাজারের বেশি আবেদন এসেছে।
প্রধান নির্বাচন কমিশনার গত ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করেন এবং বিদেশভিত্তিক ভোটের জন্য ১৪৮ দেশের নিবন্ধন সময়সূচি ঘোষণা করেন। বিদেশে ব্যালট নিশ্চিতভাবে পেতে নিবন্ধনের সময় সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে।
বিআলো/শিলি



