প্রবাসীদের ভোটের নতুন দুয়ার: চালু হলো ডাক ব্যালট ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও আইটি- সাপোর্টেড পোস্টাল ব্যালটের আওতায় আসছেন।
আগামী জাতীয় নির্বাচনে উল্লেখিত শ্রেণির ভোটাররা তথ্যপ্রযুক্তি- সহায়িত ডাক ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত জনস্বার্থমূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারসহ নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা, নিজ এলাকায় অনুপস্থিত সরকারি কর্মচারী এবং আইনগত হেফাজতে থাকা ভোটাররা এবার ডাক ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। বিস্তারিত তথ্য জানার জন্য ইসির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল দেখার আহ্বান জানানো হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ডাক ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। যে সব প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন, তারা বিদেশে থেকেই ডাকের মাধ্যমে ভোট দিতে পারবেন।
আখতার আহমেদ আরও বলেন, আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপটি উদ্বোধন করা হবে। সেদিনই নিবন্ধনের শেষ সময়সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।
বিআলো/শিলি



