প্রবাসী ভোটারদের কাছে ভোট চাইলেন আ. মতিন খান
“বহিরাগত প্রার্থী নয়, নিজ এলাকার সন্তানই দায়িত্বশীল”
তালা মার্কায় ভোট দিয়ে হোমনা–তিতাসকে মডেল উপজেলা গড়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের কাছে ভোট চেয়েছেন কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার আ. মতিন খান।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি প্রবাসী ভোটারদের উদ্দেশে হোমনা–তিতাস এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তালা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হোমনা–তিতাসের উন্নয়ন বাস্তবায়নে প্রবাসীদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আ. মতিন খান তাঁর বক্তব্যে হোমনা–তিতাসের জনমানুষের প্রিয় নেতা মরহুম এমকে আনোয়ার ও ড. খন্দকার মোশাররফ হোসেনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার অঙ্গীকার করেন।
তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান। বহিরাগত প্রার্থীর চেয়ে আমার দায়িত্ব অনেক বেশি। প্রায় পঁচিশ বছর ধরে আমি এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। কোথায় কী প্রয়োজন, তা আমি গভীরভাবে জানি ও অনুভব করি।”
তিনি আরও বলেন, হোমনা–তিতাসের বহুমুখী উন্নয়নে তাঁর রয়েছে সুদূরপ্রসারী মেগা উন্নয়ন পরিকল্পনা। ভোটারদের সমর্থন পেলে হোমনা–তিতাসকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।
নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও কমিটি বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়ে আ. মতিন খান বলেন, “হোমনা–তিতাসে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। জনস্বার্থের বাইরে কোনো আপস হবে না।”
শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে তিনি জানান, এলাকায় শিক্ষার মান উন্নয়নে কারিগরি কলেজ, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পাশাপাশি বেকারত্ব দূর করতে দেশ-বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবশেষে তিনি প্রবাসী ভোটারদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদেরও তালা মার্কায় ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ব্যালটের মাধ্যমে “বহিরাগত প্রার্থীকে প্রতিহত” করার ডাক দেন।
বিআলো/তুরাগ



