• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রবাসে এনআইডি সেবা সহজ করার কথা ভাবছে ইসি 

     dailybangla 
    29th Jan 2025 5:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: প্রবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন করার কথাও ভাবছে সংস্থাটি।

    এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তৃতীয় কমিশন সভায় বসছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এরইমধ্যে ইসির উপ-সচিব মো. শাহ আলম কমিশন সভার অফিস আদেশও জারি করেছেন। সভার আলোচ্যসূচিতে বেশ কয়েকটি বিষয় রাখা হয়েছে।

    এর মধ্যে রয়েছে- ভোটার তালিকা আইন, ২০০৯; জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১; বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি ও সীমাবদ্ধতা পর্যালোচনা।

    আরও রয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৩ এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমের জন্য দেওয়া নির্দেশিকা; নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য দেওয়া নীতিমালা পর্যালোচনা।

    এ ছাড়া ডিআরএস সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা; ব্ল্যাঙ্ক কার্ড (ফাঁকা কার্ড) সরবরাহ সংক্রান্ত বিষয়াদি; প্রস্তাবিত জাতীয় নির্বাচনী পদক নীতিমালা, ২০২৫; আইডিইএর দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের মেয়াদ ও সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনাও সভায় থাকছে।

    নির্বাচন কমিশনে বিদ্যমান প্যানেল আইনজীবী তালিকা হালনাগাদকরণ এবং বিদ্যমান সম্মানী বা ফি কাঠামো নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ভাতার হার নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক নির্বাচন বিষয়ে পর্যালোচনাও থাকছে ইসির সভায়।

    বর্তমানে সাতটি দেশে প্রবাসীদের এনআইডি সেবা দিচ্ছে ইসি। ভবিষ্যতে ৪০টি দেশে এই সেবা সম্প্রসারিত করতে চায় সংস্থাটি। এক্ষেত্রে সেবা কার্যক্রম সহজ করার কথা ভাবা হচ্ছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031