প্রযুক্তিগত ত্রুটিতে ৮০ হাজার আইইএলটিএস পরীক্ষার্থীর ফল ভুল
dailybangla
09th Dec 2025 5:23 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইইএলটিএস পরীক্ষায় সফটওয়্যারের ত্রুটির কারণে হাজারো পরীক্ষার্থী ভুল ফল পেয়েছেন- যার পরিণতিতে যুক্তরাজ্যে ভিসা পেয়েছেন অনেকে যারা প্রকৃতপক্ষে অকৃতকার্য ছিলেন।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৭৮ হাজার পরীক্ষার ফলাফল ভুলভাবে মূল্যায়িত হয়েছে।
শুধু তাই নয়, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রশ্নফাঁসের ঘটনাও ধরা পড়েছে। এর কারণে দুর্বল ভাষাজ্ঞানসম্পন্ন অনেক শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মী যুক্তরাজ্যে পড়াশোনা বা চাকরির অনুমতি পেয়েছেন, যা নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় ঝুঁকি তৈরি করেছে।
কর্তৃপক্ষ পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে সংশোধিত ফল দিয়েছে। বছরে ৩.৬ মিলিয়ন মানুষ যে পরীক্ষায় অংশ নেয় সেটিতে এমন ত্রুটি উদ্বেগ বাড়িয়েছে।
বিআলো/শিলি



