প্রযুক্তির জগতে নারীর নেতৃত্ব দেখতে চান নারায়ণগঞ্জের ডিসি
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “নারীদের প্রযুক্তির মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করতে হবে, যাতে তারা প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে।”
তিনি বলেন, প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নারী সমাজের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, যাতে তারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা ও জেলা প্রশাসনের আয়োজনে “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “তৃণমূল নারীরা যদি প্রশিক্ষণ গ্রহণ করে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন, তবে তারা স্বাবলম্বী হয়ে নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে পারবেন। অনেক নারী ইতিমধ্যেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হয়েছেন এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। তাই প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে হবে না; দক্ষতাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হয়ে উঠতে হবে।”
নারী-পুরুষের মধ্যে প্রযুক্তি ও ডিজিটাল খাতে সমান সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, “নারীদের প্রযুক্তি খাতে আরও বেশি অংশগ্রহণ শুধু তাদের জীবনের উন্নতি নয়, বরং পুরো সমাজের অগ্রগতির জন্যও অপরিহার্য।”
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন বাড়াতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি এবং সমাজে তাদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। এর জন্য প্রয়োজন— কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা সহায়তা, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, আইনি সুরক্ষা এবং সহায়ক অবকাঠামো গড়ে তোলা। এসব পদক্ষেপ নারীর আত্মমর্যাদা ও স্বাবলম্বিতা বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার এবং জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলা কর্মকর্তা ফারহানা কিবরিয়া।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারীদের বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষিত নারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা করা হয়।
বিআলো/তুরাগ



