• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রশংসায় ভাসছেন কোহলি 

     dailybangla 
    10th Mar 2025 10:46 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: ঠোঁট ছাপিয়ে পৌঁছেছিল গাল অবধি বিরাট কোহলির হাসি। শিরোপা উদযাপন করেছেন, রোহিত শর্মার সঙ্গে নেচেছেন। বাদ যায়নি আনুষ্কা শর্মার সঙ্গে গল্প করাও। ছবি তুলেছেন, দিয়েছেন সাক্ষাৎকারও। এতকিছু মাঝে মোহাম্মদ শামির মায়ের পা ছুঁয়ে নিয়েছেন আশীর্বাদ। এই নিয়েই চলছে কোহলির বন্দনা।

    অথচ দিনটি তার জন্য খারাপই যেতে পারত। দলকে রক্ষা করতে এসে উল্টো বড় বিপদে ফেলে দিয়েছিলেন। তবে রোহিতের দুর্দান্ত ব্যাটিং আর মিডলের দৃঢ়তায় চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে ভারত। দুবাইয়ে রোববার ফাইনাল শেষে ভারতের ক্রিকেটারদের পরিবারও নেমে পড়ে মাঠে। ওই সময় কোহলি সম্মান দিয়ে আদায় করে নেন সম্মান।

    শিরোপা জয়ের পর কোহলি পরিবার নিয়ে উদযাপন করছিলেন। মাঠেই উল্লাসে যোগ দিয়েছিল শামির মা ও বোন। তাদের দেখতেই কোহলি এগিয়ে আসেন। মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন শামি। তখনই কোহলি তার পা ছুঁয়ে আশীর্বাদ চান। পরে একসঙ্গে ছবিও তোলেন। ওই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই চলছে কোহলি স্তুতি। ভারতীয় ক্রিকেটে তার নেতৃত্বগুণ ও অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের জন্য তিনি বরাবরই আলোচনায় থাকেন।

    তবে এদিন তার মানবিক দিক আরও একবার সবার সামনে তুলে ধরলো। ইনস্টাগ্রামে এক পোস্টে একজন লিখেছেন, ‘সম্মানিত ব্যক্তি সম্মান দিতে জানেন।’ অপরজন বলেছেন, ‘কোহলি দুর্দান্ত কাজটি করলেন। শিরোপা জেতার আনন্দ বেড়ে গেল।’ কোহলির পা ছুঁয়ে সালাম করার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

    বলা হয়, ‘তখনই ছেড়ে যাও, যখন সবাই তোমাকে চাইবে।’ কোহলিও কি সেই পথে হাঁটছেন। আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না জানালেও, কোহলি দিয়েছেন ছেড়ে যাওয়ার ইঙ্গিত।

    অবসরের ইঙ্গিত দিয়ে কোহলি বলেছেন, ‘আমি সব তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, বলেছি কীভাবে খেলতে হবে। যখন কেউ ক্রিকেট ছাড়তে চায়, তখন চাইবে ভালো জায়গায় দলকে রেখে ছাড়তে। দলে শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল সবাই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। দল এখন ভালো জায়গায় রয়েছে।’

    কথা উঠেছে, ভারতের তারকা ক্রিকেটার কি ক্রিকেট ছাড়ছেন? ছাড়লেও কবে—২০২৭ বিশ্বকাপ খেলবেন তো!’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930