• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা 

     dailybangla 
    25th Jun 2025 5:20 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: প্রশিক্ষণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “প্রতিভা অন্বেষণই একমাত্র পথ, যার মাধ্যমে আমরা ভবিষ্যৎ ক্রীড়াবিদদের খুঁজে পাব — যারা একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব বৃদ্ধি করবে।”

    আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত “তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২৪-২০২৫”-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, “এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। প্রতিভা অন্বেষণে নির্বাচিত ক্রীড়াবিদদের স্ব স্ব ফেডারেশনের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা হবে। প্রতি ছয় মাস অন্তর প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন করে তাদের পারফরম্যান্স অনুযায়ী ক্যারিয়ার পাথ নির্ধারণ করা হবে।”

    তিনি আরও জানান, আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদদের সহায়তার জন্য জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ক্রীড়া বৃত্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া, ক্রীড়াবান্ধব অবকাঠামো ও একটি কার্যকর ইকোসিস্টেম গঠনের লক্ষ্যে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যাতে তৃণমূলের একজন খেলোয়াড়ও জাতীয় পর্যায়ে উঠে আসার সমান সুযোগ পান।

    উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২৪-২০২৫-এ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৫০০ জন খেলোয়াড় অংশ নেন। প্রাথমিক বাছাই শেষে ৮৯ জন বালক ও ৭৩ জন বালিকাসহ মোট ১৬২ জন খেলোয়াড়কে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031