প্রার্থিতা ফিরে পেয়ে ডা. আব্দুল মুবিনের প্রতিক্রিয়া
ন্যায়, ইনসাফ, সততা ও আদর্শের বিজয়
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মুবিন আপিলের রায়ে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় আপিল কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে স্বাক্ষরজনিত একটি সামান্য ত্রুটির কারণে রিটার্নিং অফিসার ডা. মো. আব্দুল মুবিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ত্রুটি সংশোধন করে মনোনয়নপত্রের বৈধতার জন্য আপিল করা হলে যাচাই-বাছাই শেষে আপিল কর্তৃপক্ষ তা গ্রহণ করেন এবং প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. মো. আব্দুল মুবিন বলেন, “আলহামদুলিল্লাহ, এই রায়ে ন্যায়, ইনসাফ, সততা ও আদর্শের বিজয় হয়েছে। আমি বিশ্বাস করি, এভাবেই জনকল্যাণমুখী রাজনীতির বিজয়ের মাধ্যমে আমরা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, এই রায় প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। তিনি তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মুবিন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার প্রার্থিতা ফিরে পাওয়ায় চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিআলো/তুরাগ



