প্রিমিয়াম রোবট্যাক্সি সেবায় নামছে উবার
dailybangla
07th Jan 2026 10:48 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: স্বয়ংচালিত যানবাহনের বাজারে বড় পদক্ষেপ নিল উবার। লুসিড মোটরস ও নুরোর সঙ্গে যৌথভাবে নতুন রোবট্যাক্সি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
লুসিড গ্র্যাভিটি এসইউভিকে ভিত্তি করে তৈরি এই রোবট্যাক্সিতে রয়েছে অত্যাধুনিক লিডার, রাডার ও ক্যামেরা প্রযুক্তি। এনভিডিয়ার ড্রাইভ এজিএক্স থর কম্পিউটার দিয়ে পরিচালিত হচ্ছে এর স্বয়ংচালিত সিস্টেম।
উবার জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সড়কে পরীক্ষামূলকভাবে গাড়িটি চালানো হয়েছে। চলতি বছর সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বাণিজ্যিকভাবে সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
৩০ কোটি ডলার বিনিয়োগের পাশাপাশি উবার লুসিডের কাছ থেকে ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছে। প্রিমিয়াম সেবা হিসেবে এই রোবট্যাক্সি বাজারে আনার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিআলো/শিলি



