ফতুল্লায় কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার ৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক বালুবাহী ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিতে ট্রাকটির ভেতর থেকে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মেহেদী ও চকলেট উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকসহ একজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অবৈধ মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বংশাল সার্কেল কাস্টমস-এ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস



