ফতুল্লায় দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
dailybangla
08th Jan 2026 6:20 pm | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও বায়ুদূষণের দায়ে দুইটি ইটভাটাকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, **ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন** অনুযায়ী বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকার *মেসার্স আলহাজ মো. নাসিরউদ্দিন অ্যান্ড সন্স* এবং *মেসার্স নিজামউদ্দিন ব্রিকস* নামের দুইটি ইটভাটাকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ এলাকায় অবৈধ ইটভাটা স্থাপন বন্ধ এবং বায়ুদূষণ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা ও পরিবেশদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
বিআলো/ইমরান



