ফতুল্লায় কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
dailybangla
10th Sep 2025 9:38 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মধ্যরাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কুতুবপুরের পাগলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে ২,২৮২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৩ লক্ষ টাকা। এসময় ট্রাক চালককে আটক করা হয়।
জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।
বিআলো/তুরাগ