ফতুল্লায় ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, ট্রাকসহ দুইজন আটক
শুল্ক ফাঁকি দিয়ে আসা শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও কসমেটিকস উদ্ধার করেছে কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে একটি ট্রাক, চালক ও হেলপারকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ২টা থেকে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫২ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়।
অভিযানকালে ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়। আটককৃতদের পরিচয় ও জব্দকৃত মালামাল সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।
বিআলো/এফএইচএস