• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অপ্রাসঙ্গিক পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হবে: আমিনুল হক 

     dailybangla 
    26th Aug 2025 11:32 pm  |  অনলাইন সংস্করণ

    বিদেশি প্ররোচনায় পিআর পদ্ধতির ষড়যন্ত্র চলছে
    ১৭ বছরের রাজপথের লড়াই বৃথা যাবে না

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষায় ষড়যন্ত্রে লিপ্ত। তারা জানে, দেশে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কোনো আসনও তারা পাবে না।”

    মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুর-২ এর ১৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, “বিদেশি প্ররোচনায় ‘পিআর পদ্ধতি’র কথা তুলছে এসব দল। অথচ বাংলাদেশের সংবিধানে কিংবা প্রেক্ষাপটে এর কোনো স্থান নেই। জনগণও এই পদ্ধতি সম্পর্কে জানে না। তাই জাতীয় নির্বাচন এভাবে হতে পারে না।”

    তিনি আরও বলেন, “গত ১৭ বছর আমরা দেখেছি কে কোথায় ছিল, কে কী করেছে। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া বা অপ্রাসঙ্গিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না। বিএনপি ধৈর্যশীল ও সহনশীলভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।”

    আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের দিনের মতো উৎসব। সেই পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। জনগণের সমস্যা শুনে সমাধান করতে হবে এবং যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, সে বিষয়ে অঙ্গীকার করতে হবে যে বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে।”

    এসময় তিনি সতর্ক করে বলেন, “আমরা ১৭ বছর ধরে রাজপথে লড়াই করেছি গণতন্ত্র ফিরিয়ে আনতে, শহীদের রক্ত ঝরেছে প্রতিটি রাজপথে। এখন যদি আমরা স্বৈরাচারের মতো ভুল করি, জনগণ আমাদের ধিক্কার দেবে। তাই কোনো অবস্থাতেই সেই ভুল করা যাবে না।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী দারুসসালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু, মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, জাসাস ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, কাফরুল থানা বিএনপি যুগ্ম আহবায়ক সাব্বির দেওয়ান জনি, মিরপুর থানা যুবদলের সভাপতি মো. শাকিল মোল্লাসহ অনেকে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031