ফরাসি সিনেমার কিংবদন্তি ব্রিজিত বার্দো আর নেই
বিনোদন ডেস্ক: ফরাসি সিনেমার সাড়া জাগানো অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী ব্রিজিত বার্দো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নায়িকার ফাউন্ডেশনের পক্ষ থেকে রোববার (২৮ ডিসেম্বর) এই খবর নিশ্চিত করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
১৯৩৪ সালে প্যারিসে জন্ম নেওয়া ব্রিজিত বার্দো ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি আগ্রহী ছিলেন। এই আগ্রহের কারণে পরিবারের পরামর্শে তিনি ব্যালে শিক্ষায় ভর্তি হন। ১৫ বছর বয়সে ফরাসি সাময়িকী এল–এর প্রচ্ছদে জায়গা করে নেন এবং সেখান থেকেই মডেলিং ও চলচ্চিত্রের পথে প্রবেশ করেন।
১৯৫২ সালে পরিচালক রজার ভাদিমের সঙ্গে বিয়ে হওয়ার পর তার অভিনয় জীবন নতুন উচ্চতায় পৌঁছায়। ১৯৫৫ সালে ডক্টর অ্যাট সি সিনেমায় ডার্ক বোগার্ডের বিপরীতে অভিনয় করে যুক্তরাজ্যে খ্যাতি অর্জন করেন। তবে তার ক্যারিয়ারের বড় পরিবর্তন আসে ২১ বছর বয়সে স্বামীর পরিচালিত অ্যান্ড গড ক্রিয়েটেড উইম্যান সিনেমায় অভিনয়ের পর, যা তাকে আন্তর্জাতিক খ্যাতির শিখরে নিয়ে যায়।
১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে তিনি অভিনয় থেকে সরে এসে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ড, বিশেষ করে প্রাণী অধিকার নিয়ে কাজ করেন। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দ্য ট্রুথ, ভেরি প্রাইভেট অ্যাফেয়ার, কনটেম্পট, এবং হলিউড সিনেমা ভিভা মারিয়া, শালাকো।
বিআলো/শিলি



