• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফরিদগঞ্জে আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

     অনলাইন ডেক্স 
    06th Dec 2025 12:16 pm  |  অনলাইন সংস্করণ

    ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে শুরু হওয়া এই পরীক্ষায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন মিলিয়ে মোট ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। শীতের সকাল হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ উৎসাহজনক।

    ২০০৫ সালে প্রতিষ্ঠিত আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা শিল্পপতি ও সমাজসেবক মোতাহার হোসেন পাটোয়ারী তাঁর বাবা-মায়ের স্মৃতিকে ধরে রাখতে শিক্ষাক্ষেত্রে এই কার্যক্রম চালিয়ে আসছেন। মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সহায়তা করা, বৃত্তি দেওয়া, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, স্যানিটেশন সামগ্রী বিতরণসহ নানা সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে ফাউন্ডেশনটি এলাকায় আস্থা অর্জন করেছে।

    এ বছরের বৃত্তি পরীক্ষায় দায়িত্বে ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষার্থীদের কেন্দ্রের দায়িত্বে ছিলেন ফরিদগঞ্জ আদর্শ একাডেমির অধ্যক্ষ মো. হারুনুর রশিদ এবং প্রাথমিক শিক্ষার্থীদের কেন্দ্রের দায়িত্ব পালন করেন শিক্ষক মশিউর রহমান। তাঁদের সঙ্গে পরীক্ষার সার্বিক কাজে সহায়তা করেন মিজানুর রহমান, নাসির উদ্দিন ও মাওলানা জাকির হোসেনসহ ফরিদগঞ্জ লেখক ফোরামের সদস্যরা।

    কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোবারক করিম। তাঁর তত্ত্বাবধানে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংগ্রহসহ সব কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পরীক্ষার তদারকিতে ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন ও ওলি উল্যা।

    পরীক্ষার অগ্রগতি দেখতে কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, ফরিদগঞ্জ উপজেলা আমীরে জামায়াত ইউনুস হেলালসহ শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ। সবাই পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের এমন উদ্যোগকে প্রশংসা করেন।

    পরীক্ষা শেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটোয়ারী জানান, কয়েক বছর বিরতির পর আবার বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে তিনি খুবই সন্তুষ্ট। তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার কথাও বলেন।

    ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে এবং পরে যোগ্য শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031