ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি প্রায় ৬০ লাখ
dailybangla
31st Aug 2025 4:16 pm | অনলাইন সংস্করণ
সেতু আক্তার,ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ খোকন মোল্যা।
শনিবার ( ৩০ আগস্ট ) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ নিছার আলী জানান, রাত ২ টা ১২ মিনিটের দিকে 999 এর ফোন পেয়ে আমরা দ্রুত কাচারদিয়া বাজারে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তিনটি দোকানে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়েছে।
এরপর আমাদের দুইটি ইউনিট ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে.এম বাসারুল আলম বাদশা বিশ্বাস জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ খোকন মোল্যা জানান, আমার দোকানে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছিলো সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব শেষ আমি এখন পথের ভিখারী হয়ে গেছি।
বিআলো/ইমরান