ফরিদপুরে কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন
সুমন সরদার: ফরিদপুরে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জেলা কোতয়ালী থানাধীন পৌর প্রতিমা বিসর্জন ঘাটে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি ও গোয়েন্দা শাখার সদস্যরাও দায়িত্ব পালন করেন। জেলায় গড়ে তোলা হয় পর্যবেক্ষণ টিম, স্থাপন করা হয় সিসি ক্যামেরা এবং গঠন করা হয় স্বেচ্ছাসেবক দল।
তিনি জানান, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় এটি সকলের যৌথ সাফল্য। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি